
ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে অর্থ বিভাগ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রেলপথ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও বিদ্যুৎ বিভাগে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার ১১৫ কোটি টাকা। ২০১৫-১৬ সালে এ খাতে বরাদ্দ ছিল ১৮ হাজার ৩৭৭ কোটি টাকা। এছাড়া অর্থ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৪ হাজার ১৩৩ কোটি টাকা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৯ হাজার ২৮২ কোটি টাকা। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ২২ হাজার ১৬০ কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয়ে ২৬ হাজার ৮৫৫ কোটি টাকা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ১৭ হাজার ৫১৬ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
এবার প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৬৭৮ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে এ মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ছিল ১১ হাজার ১৪২ কোটি টাকা।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য বাজেট রাখা হয়েছে ১০ হাজার ৯১১ কোটি টাকা। আর বিদ্যুৎ বিভাগে রাখা হয়েছে ১৩ হাজার ৬৩ কোটি টাকা, এ বিভাগে বিগত অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১৫ হাজার ৪৯৪ কোটি টাকা।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই