
ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়ায় বাংলাদেশ সংশ্লিষ্ট প্রতিবেদনের শিরোনামগুলো-
দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস: ভারতের পত্রিকাটি ‘প্রতিশ্রুতি অপূর্ণ: বাংলাদেশে ফিরে যেতে চান সাবেক ছিটমহলের কিছু বাসিন্দা’ শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের পর এক বছর পার হয়ে গেছে।
কিন্তু যেসব ছিটমহলবাসী ভারতের নাগরিকত্ব নিয়ে গেছেন তাদের অনেকেই আবারও বাংলাদেশে ফিরে আসতে চান। কারণ ভারতে চাকরি ও অন্যান্য সুযোগ সুবিধার অভাব। এছাড়া তাদেরকে বাড়ি ও স্থায়ী জায়গা দেয়ার প্রতিশ্রুতিও এখনো পূরণ হয়নি। ফলে তাদের ভারতপ্রেম ভাঙ্গতে বসেছে।
ডেইলি মেইল ও টেলিগ্রাফ: ব্রিটেনের পত্রিকা দুটি লিখেছে, অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে কি না ব্রিটেনের ক্রিকেট দল সে সিদ্ধান্ত নিতে দেশটির নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশ পরিদর্শন শুরু করছেন রোববার থেকে। মেলবোর্নের সাবেক পুলিশ কর্মকর্তা রেগ ডিকেসন পরিদর্শন করছেন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি।
গালফ নিউজ: মধ্যপ্রাচ্যের পত্রিকাটি লিখেছে, আরব আমিরাতের শারজার একটি মরুভূমিতে এক বাংলাদেশির মৃতদেহ পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত করছে শারজার পুলিশ। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
গালফ টুডে: মিডিয়াটি লিখেছে, বাংলাদেশে একটি হাতি উদ্ধারে ব্যাপক জনপ্রচেষ্টা চলছে। এতে ভারত থেকে পানিতে ভেসে আসা হাতিটি উদ্ধারে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রচেষ্টা ও স্থানীয় উৎসুক জনতার ভিড়ের বিষয়টি তুলে ধরা হয়।
দি ইকোনমিক টাইমস: পত্রিকাটি লিখেছে, ভারতে ব্যবসা করা বাংলাদেশের চেয়ে কঠিন। এতে বলা হয়, বেসামরিক অস্থিতিশীলতার জন্য ব্যবসা করা কঠিন এমন দেশগুলোর একটি তালিকায় চার নম্বরে উঠে এসেছে ভারতের নাম। বাংলাদেশের নাম এসেছে ষষ্ঠ স্থানে। ব্রিটেনের ভারসিক ম্যাপলেক্রফট’র সিভিল আনরেস্ট ইনডেক্স’এ উঠে আসে এ তথ্য।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই