
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পড়াশোনায় আনন্দ পাবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করা সহজ হবে। রোমান্স ও বিনোদন শুভ। কর্ম প্রচেষ্টা সফল হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। শরীর মোটামুটি ভালো যাবে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
শরীর ভালো যাবে না। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বড় ভাইবোনদের সহযোগিতা পাবেন। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মসংস্থান প্রচেষ্টায় কারো কারো সাফল্য আসতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজ-কর্মে সুফল পেতে পারেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। কোনো উচ্চাশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। দিনটি শুভ সম্ভাবনাময়। কাজ-কর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
আপনজনদের কেউ শত্রুতা করতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি কারবারে কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
শত্রুদের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীরা কর্তৃপক্ষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাবে। আজ কিছুটা অসুস্থবোধ করতে পারেন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মনের মানুষের কাছে মনের কথা স্পষ্ট করে প্রকাশ করুন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মন ভালো থাকবে। পড়াশোনায় আনন্দ পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। আধ্যাত্মিক চিন্তা-চেতনায় সুফল পেতে পারেন। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজ-কর্মে উৎসাহবোধ করবেন। ছোট ভাইবোনদের সহযোগিতা পাবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
জ্যোতিষি: রুবাই
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন