
রোম: ঐতিহ্যগত প্রত্নতত্ত্বের সঙ্গে থ্রিডি প্রযুক্তির সমন্বয় করে ইতালির ধ্বংসপ্রাপ্ত পম্পেই নগরের একটি বাড়ি পুনর্নির্মাণ করেছেন সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ৭৯ শতাব্দীতে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
লুন্ড বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল প্রত্নতত্ত্ববিদ নিকোলা দেল’উন্তো বলেন, ‘প্রত্নতত্ত্বের প্রথাগত পদ্ধতির সঙ্গে নতুন প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে আমরা এখন পম্পেই নগরীকে অতীতের চেয়ে আরো বিস্তারিত এবং আরো বেশি নির্ভুলভাবে বর্ণনা করতে পারি।’
একসময়ের জাঁকজমকপূর্ণ অভিজাতদের শহর হিসেবে সুপরিচিত রোমান শহর পম্পেই ভিসুভিয়াস অগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এবং ভূমিকম্পে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শহরটি দীর্ঘদিন ধরেই মাটির কয়েকফুট গভীরে ছাইচাপা অবস্থায় ছিল। পরবর্তীকালে ১৭৪৮ সালে একজন প্রকৌশলি মাটির নীচ থেকে শহরটি আবিস্কার করেন।
১৯৮০ সালে ইতালিতে সর্বনাশা ভূমিকম্প হওয়ার পর প্রত্নতাত্ত্বিক পম্পেই নগরীর তত্ত্বাবধায়ক ধ্বংসপ্রাপ্ত এই শহরের বিভিন্ন বিষয় নথিভুক্ত করার কাজে সাহায্য করার জন্য আন্তর্জাতিক গবেষক সম্প্রদায়কে আমন্ত্রণ জানান। ২০০০ সালে রোমের সুইডিশ ইনস্টিটিউট পম্পেই প্রকল্পের কাজ শুরু করে।
প্রত্নতত্ত্বের নতুন শাখা ডিজিটাল প্রত্নতত্ত্ব এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এক্ষেত্রে থ্রিডি মডেলের সাহায্যে পম্পেই নগরের ফটো ডকুমেন্টেশন করা হয়।সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম