
ঢাকা: বৈশ্বিক সাইবার হামলার প্রেক্ষাপটে বাংলাদেশও এ হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। এ সাইবার হামলা রোধে ব্যাংকগুলোকে আরও সচেতন হতে হবে। প্রত্যেক ব্যাংকে সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে ‘আইটি সিকিউরিটি ইন ব্যাংক’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে এখনও অনেক ব্যাংক তা মানছে না। আগামীতে রিভিউ গাইডলাইন দেবে কেন্দ্রীয় ব্যাংক।’
বাংলাদেশের ৩৬ শতাংশ সরকারি-বেসরকারি ব্যাংক উচ্চ সাইবার হামলার ঝুঁকিতে আছে বলেও জানান ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। তিনি বলেন, ‘কয়েকটি ব্যাংক তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) গবেষণা অনুযায়ী, দেশের ৩৬ শতাংশ সরকারি-বেসরকারি ব্যাংক উচ্চ সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ১৬ শতাংশ ব্যাংক অতিমাত্রায় সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এসব ব্যাংকের তথ্য যেকোনও সময় চুরি হতে পারে।’
আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন নাজডাক টেকনোলজিস এর প্রেসিডেন্ট ও সিইও নাজ আহমেদ। সভায় বিআইবিএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক (জিএম) দেবদুলাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সাইবার হামলায় অন্তত ১৫০টি দেশ আক্রান্ত হয়। এ হামলার প্রভাবে বাংলাদেশেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩০-৪০টি পার্সোনাল কম্পিউটার আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। বিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বলছে, বিভিন্ন দেশের জন্য এটি একটি সতর্কবার্তা।
প্রকাশ: ইয়াসিন