
কাঠমান্ডু: আগামি বছরের ফেব্রুয়ারির শুরুতে প্রথমবারের মত চীন এবং নেপাল যৌথ সামরিক মহড়া করার ঘোষণা দিয়েছে। এতে সন্ত্রাস দমন অভিযান এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপর জোর দেয়া হবে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইয়ুজুন জানান, এই সামরিক মহড়ার ব্যাপারে চীন এবং নেপালের মধ্যে প্রাথমিক যোগাযোগ হয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, নেপালের সেনাবাহিনীও চীনের সঙ্গে যৌথ সামরিক মহড়ার বিষয়টি নিশ্চিত করে করেছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেপালের উত্তরাঞ্চলে এটি অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে উভয়পক্ষই সিদ্ধান্ত নিয়েছে।
যদিও এর আগে যুক্তরাষ্ট্র এবং ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছিল নেপাল। কিন্তু এবারই প্রথম চীনের সঙ্গে এধরনের মহড়ায় অংশ নিচ্ছে তারা।
নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রস্তাবিত সামরিক মহড়াটির নাম দেয়া হয়েছে ‘প্রতিকার-১’। এতে মূলত সন্ত্রাস দমন এবং দুর্যোগ ব্যবস্থাপনার উপর নজর দেয়া হবে। তবে কতজন সেনা সদস্য এতে অংশ নিবে সে বিষয়ে উভয় পক্ষই এখনো কিছু নির্ধারণ করেনি। সূত্র: এনডিটিভি
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ