
নয়াদিল্লি: আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট খেলবে বাংলাদেশ দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক উর্ধ্বতন কর্মকর্তা বুধবার এ কথা জানিয়েছেন।
ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচটি ৮-১২ ফেব্রুয়ারি ভারতের হায়দারাবাদে অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে আট টেস্ট খেলে ছয়টিতে জয়ী হয়েছে ভারত, ড্র হয়েছে দু’টি।
বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বাংলাদেশ দলের ম্যাচটিকে ভারতের আসন্ন মৌসুমে একটি ঐতিহাসিক মুহূর্ত এবং একটি ‘মহান অন্তর্ভুক্ত’ হিসেবে অভিহিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, টেস্ট খেলুড়ে একটি শীর্ষ দেশ হিসেবে এ অঙ্গনের প্রতিটি দলকে খেলার সুযোগ দেয়াটা বিসিসিআইর দ্বায়িত্ব।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আসন্ন ম্যাচটি উভয় দেশের খেলোয়াড় এবং দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলার দীর্ঘ দিনের অপেক্ষার সমাপ্তি ঘটছে। এটা উদযাপনের সময়।’
২০০০ সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর ভারতীয় দল বেশ কয়েকবার এদেশ সফর করে টেস্ট খেলেছে। কিন্তু টাইগাররা এখন পর্যন্ত ভারতের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে পারেনি। বর্তমানে আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম এবং ভারত আছে দ্বিতীয় স্থানে।
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি