
প্যারিস: চার বছরের পেশাদার টেনিস ক্যারিয়ারে এর আগে একটা টুর্নামেন্টেরই ফাইনালে উঠেছিলেন গার্বিনে মুগুরুজা। গত বছর উইম্বলডনের ফাইনালে উঠলেও হেরে গিয়েছিলেন সেরেনা উইলিয়ামসের কাছে।
ফলে গ্রান্ড স্লাম জেতা হয়ে উঠেনি আগে। এবার সেই সেরেনাকে হারিয়েই প্রথম গ্রান্ড স্লাম জিতলেন মুগুরুজা। শনিবার ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনালে মার্কিন তারকা তেমন সুবিধা করে উঠতে পারেননি। স্পেনের তারকা মুগুরুজা জিতেছেন সরাসরি ৭-৫, ৬-৪ গেমে।
ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, ২১টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনাই ছিলেন ফাইনালের ফেবারিট। তবে অভিজ্ঞতায় অনেক এগিয়ে থাকলেও উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে তা কাজে লাগাতে পারেননি।
মুগুরুজা জিতেছেন নিজের যোগ্যতায়। প্রথম রাউন্ডের প্রথম সেট হেরে যাওয়ার পর চ্যাম্পিয়ন হওয়ার পথে টানা ১৪টি সেট জিতে নিয়েছেন তিনি। এই পরিসংখ্যানই বোঝাচ্ছে, রোলাঁ গারোতে ফ্রেঞ্চ ওপেনের নতুন রানীর কতটা আধিপত্য ছিল এবার।
জয় হাতছাড়া না করলে ২২টি গ্র্যান্ড স্লামজয়ী জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফের পাশে দাঁড়াতে পারতেন সেরেনা।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ/এসআই