
ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন সাব্বির রহমান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের অধিনায়ক থাকেবন সৌম্য সরকার।
টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ম্যাচ দুটির জন্য ১২ সদস্যের দুটি দল ঘোষণা করা হয়েছে শনিবার সন্ধ্যায়।
প্রথম ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাদমান ইসলাম।
দ্বিতীয় ম্যাচের স্কোয়াড: সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, নাজমুল হোসেন শান্ত, তানভির হায়দার খান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, আল আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশীষ রায়, এবাদত হোসেন, সাদমান ইসলাম।
নিউজনেক্সটবিডি.কম/পিএ