
ডেস্ক: প্রধানমন্ত্রীর নাতির জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল।
প্রধানমন্ত্রী তামিম ও সাকিবের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান, এমন কি সাকিব কন্যা আলায়না হাসান অউব্রে ও তামিম পুত্র আরহাম ইকবালকে কোলে নিয়ে আদর করেন। এছাড়াও সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবিও তোলেন সাকিব-তামিম।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির ও তামিম পত্নী আয়েশা ইকবাল গণভবনে তোলা ছবি পোস্ট করেন।
পোস্টের ক্যাপশনে সাকিব পত্নী শিশির লিখেছেন, `প্রধানমন্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ পাওয়াটা খুবই আনন্দের ছিলো। এবং আলায়না প্রধানমন্ত্রীর সঙ্গ খুবই উপভোগ করেছে। খুবই ভালো সময় কেটেছে। আলহামদুলিল্লাহ।`
এছাড়াও তামিম পত্নী আয়েশা ইকবাল তার ফেসবুক আইডিতে লিখেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, এটা খুবই সম্মানের। তার নাতির জন্মদিনের অনুষ্ঠানে খুবই ভালো সময় কেটেছে।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব