
পঞ্চগড়: সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রচার-প্রসার, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতা এবং স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও পরামর্শ প্রদানের লক্ষে ২৪ নভেম্বর পঞ্চগড় জেলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের প্রস্তুতিমূলক এক সভা শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রসাশক অমল কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য সেলিনা জাহান লিটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন- পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মো. নওশাদ, পৌর মেয়র তৌহিদুল ইসলামসহ জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় ওই দিন জেলার ৫৫১টি স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রায় ১১ লক্ষ মানুষকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সরাসরি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানানো হয়।
প্রতিবেদন: প্রতিনিধি, সম্পাদনা: ইয়াসিন