
ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যেকোনো নির্বাচন সুষ্ঠ হওয়া সম্ভব। যার প্রমাণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নাসিক নির্বাচনে আপনি(প্রধানমন্ত্রী) আমার উপর আস্থা রেখেছেন। আমি আপনার মান রেখেছি। এখন আমি আপনার স্নেন ও ভালোবাসা বেশি করে চাই। এলাকার মানুষকে বেশি করে সেবা করতে চাই। এ জন্য আপনার সহযোগিতা খুবই জরুরি।
নবনির্বাচিত মেয়র আইভী তাকে পুনরায় নির্বাচিত করায় নারায়ণগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
নারায়ণগঞ্জবাসী ও আইভীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নাসিক নির্বাচন নিয়ে বিএনপির বিচার বিভাগীয় তদন্ত দাবি অর্থহীন।
তিনি বলেন, সেলিনা হায়াৎ আইভীকে পুনর্নির্বাচিত করার মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জের জনগণ।
বৃহস্পতিবার ৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
নাসিক নির্বাচনে ১৭৪ কেন্দ্রে বেসরকারী ভাবে প্রাপ্ত ফলের ভিত্তিতে নৌকা প্রতীকে ডা. সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট।
এ সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে অংশ নেয় মেয়র প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসিকের ভোট গ্রহণ চলে।
বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে রির্টনিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বেসরকারী ভাবে মেয়র হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করেন।
গ্রন্থনা ও সম্পাদনা: জাহিদ