Saturday, October 14th, 2017
প্রধান বিচারপতির দায়িত্বে ফেরা সুদূরপরাহত
October 14th, 2017 at 8:21 pm
প্রধান বিচারপতির দায়িত্বে ফেরা সুদূরপরাহত

ঢাকা: বর্তমান অবস্থায় বিদেশ থেকে ফিরে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত বলে মন্ত্রব্য করেছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিনহার বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই।

শনিবার সন্ধ্যায় তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুবে আলম বলেন, দেশবাসীর জানা উচিৎ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিনহার বিষয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় তার সহকর্মীরাই তার সঙ্গে বেঞ্চে বসতে চায়নি। এতে সরকারের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, প্রধান বিচারপতি শুক্রবার বিদেশ যাওয়ার পূর্বে যে বিবৃতি দিয়েছেন তা সুপ্রিমকোর্টের দৃষ্টিগোচর হওয়ায় শনিবার সুপ্রিমকোর্ট বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতেই সব কিছু স্পষ্ট হয়েছে। ফলে প্রধান বিচারপতির ছুটি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মহল যে বক্তৃতা বিবৃতি দিচ্ছিল তার অবসান হবে। এখন আর এ বিষয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। সুপ্রিমকোর্টের আজকের বিবৃতির পর প্রধান বিচারপতির ছুটি নিয়ে আর কারো কোনো কর্মসূচি পালন করা উচিৎ হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিষয়ে অভিযোগ আইনশৃংখলা বাহিনী এবং রাষ্ট্রপতি বিস্তারিত জানেন। রাষ্ট্রপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস, কে) সিনহার বিষয়ে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্যাদি আপিল বিভাগের অন্য বিচারপতির কাছে হস্তান্তর করেন। এ নিয়ে আপিল বিভাগের অন্য বিচারপতিগণের সুপ্রিমকোর্টের বিবৃতিতে উল্লেখ রয়েছে।

মাহবুবে আলম বলেন, বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী রায় অনুযায়ি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কনসেপ্ট আমরা মেনে নেইনি। এ নিয়ে রায় রিভিউ আবেদনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই বলেছেন তিনি স্বেচ্ছায় বিদেশ যাচ্ছেন। এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। তবে যাওয়ার পূর্বে দেয়া এক বিবৃতিতে প্রধান বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার বিষয়ে যে কথা বলেছেন এটা ঠিক নয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শুধু রুটিন কাজ করতে পারেন বলে প্রধান বিচারপতির বক্তব্য সঠিক নয়। একজন দীর্ঘসময় ছুটিতে থাকবেন আর তার জন্য সব কাজ থেমে থাকবে এটা কোনো বিধানে নেই। তাই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এখতিয়ার নিয়ে কোনোরূপ সংশয় নেই। সুপ্রিমকোর্ট প্রশাসনসহ বিচার বিভাগের যাবতীয় কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির বলেও মন্তব্য করেছেন এটর্নি জেনারেল জানান।

প্রধান বিচারপতি ফিরে আসার পর বিচারিক কাজে অংশ নেয়া বিষয়ে এক প্রশ্নে এটর্নি জেনারেল বলেন, তখন যদি তার সঙ্গে অন্য বিচারপতিরা বসতে না চান তাতে অচলাবস্থার সৃষ্টি হবে। বর্তমান পরিপ্রেক্ষিতে তার আবার বিচারিক কাজে বসা সুদূর পরাহত বলে মন্তব্য করেন মাহবুবে আলম।

প্রকাশ: জাই


সর্বশেষ

আরও খবর

বাসের আগাম টিকিট বিক্রি শুরু, উপচেপড়া ভিড়

বাসের আগাম টিকিট বিক্রি শুরু, উপচেপড়া ভিড়


বিমানের বহরে পঞ্চম বোয়িং

বিমানের বহরে পঞ্চম বোয়িং


ইগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা

ইগলু আইসক্রিমকে ৫ লাখ টাকা জরিমানা


খ্রিস্ট ধর্মীয় অনুভূতি: কবি ও সাংবাদিক হেনরী স্বপন গ্রেপ্তার

খ্রিস্ট ধর্মীয় অনুভূতি: কবি ও সাংবাদিক হেনরী স্বপন গ্রেপ্তার


ফুট ওভার ব্রীজ ব্যবহারে অনীহা

ফুট ওভার ব্রীজ ব্যবহারে অনীহা


দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা


সঙ্কটে বাংলাদেশ বিমান: শিডিউল বিপর্যয়

সঙ্কটে বাংলাদেশ বিমান: শিডিউল বিপর্যয়


খিলক্ষেতে শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক

খিলক্ষেতে শিশুসহ ২৩ রোহিঙ্গা আটক


শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী