
গাজীপুর: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে)সিনহার হস্তক্ষেপে মুক্তি পাচ্ছেন ১০০ বছর বয়সী বৃদ্ধা অহিদুন্নেচ্ছা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই নারী ২০ বছর ধরে জেল খাটছেন।
২৯ জুন প্রধান বিচারপতি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গেলে নিজের মুক্তির দাবি জানান অহিদুন্নেচ্ছা। প্রধান বিচারপতিকে তিনি বলেন, তার বয়স এখন ১০০ বছর। আইনানুযায়ী তাকে আরো ১০ বছর জেল খাটতে হবে। চোখে দেখেন না, একা চলা ফেরাও করতে পারেন না। তাই প্রধান বিচারপতির কাছে মুক্তি চান তিনি।
ওহিদুনেচ্ছার দাবি, মিথ্যা মামলায় এতো বছর ধরে জেল খাটছেন তিনি। পরিবারের সব পুরুষ সদস্য একই মামলায় জেলে থাকার কারণে আপিল করতে চেয়েও পারেননি। এতে প্রধান বিচারপতি জেল সুপারকে নির্দেশ দেন মামলার রিভিউয়ের ব্যবস্থা করার। তার মুক্তির উদ্যোগ নিতে জেল আপিল করতে বলেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্ট সূত্র জানায়, যেহেতু প্রধান বিচারপতি অহিদুন্নেছার কারামুক্তির পদক্ষেপ নিয়েছেন তাই এ জেল আপিলটি কার্যতালিকায় আসলেই দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে।
১৯৯৭ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় চাঁদপুর জেলা ও দায়রা জজ একই পরিবারের ১৬ আসামির মধ্যে ১২ জনকে মৃত্যুদণ্ড ও ওহিদুন্নেছাসহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর বিরুদ্ধে আপিল করলে তা খারিজ করেন হাইকোর্ট।
নির্ধারিত সময়ের ৪৭০ দিন পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে তাও খারিজ হয়ে যায়। ফলে কারাগারই হয় অহিদুন্নেচ্ছার শেষ ঠিকানা। সেখানেই হারান স্বামী ও সন্তানকে। শোকে স্তব্ধ হয়ে থাকতে হয় অন্ধকার প্রকোষ্টে। শেষ পর্যন্ত প্রধান বিচারপতির হস্তক্ষেপে আশার আলো দেখতে পাচ্ছেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই