
হংকং: প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে হংকং। গত তিন বছর ধরে এ মর্যাদা দখলে ছিল অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডার দখলে। তাকে পেছনে ফেলে সে স্থান দখল করেছে হংকং।
অ্যাঙ্গোলার স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় হংকংয়ের কাছে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের মর্যাদা হারায় শহরটি। পরামর্শক সংস্থা মার্সার’র করা বার্ষিক রিপোর্টে উঠে এসেছে এ তথ্য।
অবশ্য লুয়ান্ডা দ্বিতীয় স্থান দখল করে রেখেছে। তৃতীয় স্থানে রয়েছে জুরিখ ও চতুর্থ স্থানে সিঙ্গাপুর। এক বছর আগে এই দুটি শহরের অবস্থান একই ছিল। প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার ৫ম স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও।
প্রবাসী শ্রমিকদের বিভিন্ন কোম্পানির দেয়া ভাতা ও সুযোগ-সুবিধা বিশ্লেষণ করে প্রবাসীদের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকাটি তৈরি করেছে মার্সার। বিশ্বের ২০৯টি শহরের জীবনমানের খরচ বিশ্লেষণ করে এটি তৈরি করা হয়েছে।
প্রতিটি শহরের ২শ’টির বেশি পদের ব্যয় জরিপে অন্তর্ভূক্ত করা হয়েছে তালিকা তৈরিতে। তালিকার ষষ্ঠ স্থান লাভ করেছে কঙ্গোর কিনশাসা। তারপরেই আছে চীনের সাংহাই, সুইজারল্যান্ডের জেনেভা, চাদের এন.ডিজামিনা ও চীনের বেইজিং। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই