
ঢাকা: বেতার ও টেলিভিশনের সংবাদ বুলেটিনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক খবর একটি আলাদা শিরোনামে পরিবেশনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, ‘জাতীয়, আন্তর্জাতিক, ব্যবসা-বাণিজ্য ও খেলাধুলার সংবাদের সঙ্গে যুগের চাহিদা এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে মিল রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক খবর গুরুত্বসহকারে প্রচারের দাবি রাখে।’
বৃহস্পতিবার রাজধানীর দারুসসালামে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর নবনির্মিত ‘রাসেল মিলনায়তন’ ভবন উদ্বোধনের পর ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হালচাল তুলে ধরতে বেতার ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণে গণমাধ্যমকর্মীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আর্শিবাদকে বাংলাদেশে সফলভাবে প্রযোগ এবং জঙ্গি-সন্ত্রাস নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে এগিয়ে নিতে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করতে পারে। কারণ, এ মুহূর্তে সরকার কিভাবে তথ্যপ্রযুক্তির আর্শিবাদকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে ও জঙ্গি-সন্ত্রাস থেকে দেশকে রক্ষা করছে, জনগণের তা জানার অধিকার রয়েছে।’
শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির গুণকে কাজে লাগিয়ে ‘ডিজিটাল মানুষ, ‘ডিজিটাল সমাজ’ ও ‘ডিজিটাল প্রশাসন’ গড়ে তোলার মাধ্যমে বৈষম্য কমানো, নারীর ক্ষমতায়ন সুশাসন, দক্ষ জনসম্পদ গড়া, পরিবেশ সুরক্ষা ও জনগণ-সরকারের ঘনিষ্ঠতা বৃদ্ধি করে চলেছেন বলে উল্লেখ করে হাসানুল হক ইনু।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে তথ্য সচিব মরতুজা আহমদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের পরিচালক কবীর বিন আনোয়ার কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই