
ঢাকা: দেশের জনসংখ্যার সুবিধা কাজে লাগিয়ে আমরা দক্ষিণ কোরিয়ার মত উন্নত আধুনিক প্রযুক্তি নির্ভর দেশ হতে চাই বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলে, ‘এ জন্য সরকার ই-কমার্সসহ তথ্য প্রযুক্তি নির্ভর অনলাইন ব্যবসার প্রসারে সব ধরনের নীতি-সহায়তা দিচ্ছে’।
রোববার রাজধানীর এক হোটেলে ব্যবসায়িক ই-কমার্স ওয়েবসাইট ‘সিন্দাবাদ ডটকম’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান বর্তমান সরকারের হাত ধরে শুরু হয়েছে। তরুণ প্রজন্মকে নতুন কৌশল ও দূরদর্শী চিন্তাভাবনা দিয়ে এ উদ্যোগকে এগিয়ে নিতে হবে। ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে সেই ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।’
পলক বলেন, ‘ই-কমার্সের মাধ্যমে কেনাকাটায় খরচ অনেক কম হয়। যেভাবে ই-কমার্স প্রসারিত হচ্ছে, তাতে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশে ১০ কোটি মানুষ ই-কমার্সের সঙ্গে যুক্ত হবে।’
সিন্দাবাদ ডটকমের প্রতিষ্ঠাতা আসিফ জহিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহির, বেসিস সভাপতি শামীম আহসান ও জিরো গ্রাভিটির সিইও জীশান কিংশুক হক বক্তব্য রাখেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি