
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার একটি সেটের প্রশ্নপত্রে একটি প্রশ্ন কম ছিল। ওই সেটে মোট ১০০টি প্রশ্ন থাকার কথা, তবে ছিলো ৯৯টি। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে এটি ধরা পড়ে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের ওই প্রশ্নের নম্বর দিয়ে দেয়া হবে।
‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত ইসলাম এ ত্রুটির কথা নিশ্চিত করে জানান, একটি প্রশ্ন কম থাকায় ওই সেটের সব পরীক্ষার্থীকে ওই প্রশ্নের জন্য প্রাপ্য নম্বর দিয়ে দেওয়া হবে। এ সংক্রান্ত নির্দেশনা সব কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
নির্দেশনা আসার আগেই যারা ভুলবশত উত্তর পূরণ করেছিলেন তাদের ওএমআর শিট (উত্তরপত্র) পরিবর্তন করে দেওয়া হয়েছে ঢাবি সূত্রে এমনটা জানা যায়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের জানিয়েছেন, সুষ্ঠুভাবেই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে একযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৫টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। বেলা ১১টায় পরীক্ষা শেষ হয়। সকাল ৯টা থেকেই ভর্তিচ্ছুরা কেন্দ্রে প্রবেশের অনুমতি পান।
‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪২ হাজার ১৪৭ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৪ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পাশাপাশি ক্যাম্পাসের বাইরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ইডেন মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, বেগম বদরুন্নেছা মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হলে পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট কাউকে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র নিয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। অতিরিক্ত সতর্কতা মেনে প্রতিটি ভবনের প্রবেশ মুখে পুলিশের অবস্থান ছিলো। এছাড়া গতবারের মতো এবারও সবকটি পরীক্ষায় ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করেন।
প্রতিবেদন: ময়ূখ ইসলাম, সম্পাদনা: মাহতাব শফি