
মানিকগঞ্জ: বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেয়ের বাবাকে খুন করার অভিযোগ উঠেছে বখাটে সুমনের বিরুদ্ধে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মাচাইন বাজার এলাকার ব্রিজের নীচ থেকে বৃহস্পতিবার ভোরে বিল্লাল হোসেন (৪০) নামের টেইলার্স ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিল্লাল হোসেন পার্শ্ববর্তী শিবালয় উপজেলার কাককোল গ্রামের হেলাল মোল্লার ছেলে এবং মাচাইন বাজারের টেইলার্স ব্যবসায়ী।
পুলিশ জানায়, একই এলাকার এখলাস মাতব্বরের বখাটে ছেলে সুমন মিয়া (২০) নিহতের মেয়ে স্কুল পড়ুয়া দশম শ্রেণির ছাত্রী শাবনূর আক্তারকে প্রেমের প্রস্তাব দেন। ওই স্কুল ছাত্রী প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় সুমন। কিন্তু এতে ওই মেয়ে ও পরিবার রাজি না হওয়ায় সুমন ওই স্কুল ছাত্রী এবং তার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেন। ওই সূত্র ধরেই মাচাইন বাজার থেকে বাড়ি যাওয়ার পথে খুন হন বিল্লাল হোসেন। নিহতের পরিবার ও স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে সুমনের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনার পর থেকে সুমন পরিবারসহ পলাতক রয়েছেন। তবে সুমনের বন্ধু আরিফ, দুলাল ও চিত্ত নামের তিন জনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান।
শাহজাহান বিশ্বাস (মানিকগঞ্জ), সম্পাদনা: জাহিদ