
ঢাকা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।দিবসটির সূচনা লগ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধ ফুলে ফুলে শোভিত হবে। এদিন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশে নেয়া হয়েছে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয়।
১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সাভার জিওসি ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে গার্ড অব অনারের জন্য তিন বাহিনীর কুচকাওয়াজ ও গাড়ি বহরের মহড়া। সম্পন্ন প্রক্রিয়াটি সার্বক্ষণিক তত্ত্বাবধান করছে সাভার জিওসি নবম পদাতিক ডিভিশনের মেজর জেনারেল ওয়াকার-উজ্জামান।
এদিন সকাল ৬টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি ও ৬টা ২৯ মিনিটে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করবেন। এরপর ৬টা ৩৪ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ২৪ ফ্লিড রিজিমেন্টের মেজর ওয়ালিদের নেতৃত্বে তিন বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করবেন। সেজন্য সব ধরনের প্রস্তুতি ও মহড়া সম্পন্ন করছে তিন বাহিনী।
স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান জানিয়েছেন বিজয় দিবস উপলে স্মৃতিসৌধের পাশে নিরাপত্তার জন্য সিসিটিভি বসানো হয়েছে ও পুলিশ ওয়াচ টাওয়ার বসানো হয়েছে।
এরই মধ্যে শ্রদ্ধা জানাতে আসা প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত ও অবস্থানের নির্দেশনার কাজ শেষ হয়েছে। স্মৃতিসৌধের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর জনসাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
জাতির গৌরব আর অহংকারের এ দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীদের টানা দশ দিনের অক্লান্ত পরিশ্রমে এক নতুন রূপধারন করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: জাহিদ