
ডেস্ক: বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান, বিগবি অমিতাভ বচ্চনের মেয়ে সোয়েতা বচ্চন নান্দা এবং চকলেট বয় রণবীর কাপুর যুক্তরাজ্যে রয়েছেন। পরিচালক করণ জোহরের জন্মদিনে উপস্থিত থাকতেই সম্প্রতি সেখানে উড়াল দিয়েছেন তারা।
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, ব্রিটিশ রাজধানীতে গৌরি এবং রণবীর প্রায়ই একসঙ্গে কেনাকাটা করতে বের হয়েছেন।
এদিকে, নিন্দুকের মুখে এখন একটিই প্রশ্ন কি সম্পর্কে তারা প্রায়ই একসঙ্গে বেড়াতে যাচ্ছেন?
আরো জানা গেছে, রণবীরের পালি হিলের বাড়ি বাস্তু বিল্ডিংয়েও নাকি দেখা গেছে সুপারস্টারের স্ত্রী গৌরি খানকে। এতে বলিপাড়ার একাংশ বলছেন, বাড়ি সাজানোর জন্য সরঞ্জাম কিনতেই একসঙ্গে বের হয়েছেন দুজন।
চলতি বছরের শুরুতেই লাভবার্ড রণবীর এবং ক্যাটরিনা কাইফ তাদের দীর্ঘ প্রেম কাহিনীর ইতি টানেন। এরপরই আলাদা থাকা শুরু করেন দুজন। বর্তমানে নায়ক তার কুকুরদের সঙ্গে দাদির বাংলো ‘দিওনার’ এ রয়েছেন। সূত্র-টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/ওয়াইএ