
ঢাকা: বিতর্কিত ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের একটি কালো রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমন্ডি থেকে গাড়িটি জব্দ করা হয়।
এর আগে গাড়িটির খোঁজে সকালে মুসার গুলশানের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দারা। কিন্তু তার আগেই বাড়ি থেকে গাড়িটি সরিয়ে ফেলা হয়। পরে দিনভর নাটকীয়তা শেষে বিকালে ধানমন্ডি থেকে গাড়িটি জব্দ করেন গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গাড়িটি ভুয়া দলিল দিয়ে ভোলা ঘ ১১-০০-৩৫ হিসেবে রেজিস্ট্রেশন নেয়া হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র ও চট্টগ্রাম কাস্টমস হাউসের নথি যাচাই করে এর বিল অব এন্ট্রি ভুয়া হিসেবে প্রমাণ পাওয়া গেছে। রেজিস্ট্রেশনে গাড়িটির রঙ সাদা উল্লেখ থাকলেও উদ্ধারকৃত গাড়িটি কালো রঙের।
মইনুল খান জানান, মুসা বিন শমসের তার গুলশান ২ এর বাসভবনে এই গাড়িটি ব্যবহার করেছেন। তার বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িটি হস্তান্তরের জন্য সকাল ৮টায় নোটিশ দেয়া হয়েছিল। গোয়েন্দারা ওই বাড়িতে অভিযান চালানোর আগেই তিনি গাড়িটি ধানমন্ডিতে তার এক আত্মীয়ের বাসায় পাঠিয়ে দেন।
তিনি আরো জানান, পরে শুল্ক গোয়েন্দাদের একটি দল ধানমন্ডির ওই বাড়িতে গিয়ে বিকাল সাড়ে ৩টার দিকে গাড়িটি উদ্ধার করে। ভোলার বিআরটিএ থেকে জানা যায় গাড়িটি পাবনার ফারুকুজ্জামান নামের এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন নেয়া হয়। তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী গাড়িটি মুসা বিন শমসের ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন। এই ঘটনায় শুল্ক আইন ও মানি লন্ডারিং আইনে তদন্ত শেষে মামলা ও পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রতিবেদন: প্রীতম সাহা সুদীপ, সম্পাদনা: সজিব ঘোষ