
মুম্বাই: বলিউড থেকে হলিউডে বেশ ব্যস্ত সময়ই পার করছেন প্রিয়াংকা চোপড়া। তবে সাবেক মিস ওয়ার্ল্ড অনেকটা বেছে বেছেই কাজ করেন। এজন্য বহু জনপ্রিয় চলচ্চিত্রও হাত ছাড়া করেছেন তিনি। সেই ছবিগুলোর নাম শুনলে অবাকই হবেন ভক্তরা। জেনে নেয়া যাক ‘ফ্যাশন’ অভিনেত্রীর বাদ দেয়া সেই ছবিগুলো।
টু স্টেটস:
এই ছবিতে নায়িকার চরিত্রে প্রথমে প্রিয়াংকার কথাই ভাবা হয়েছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি। তাই আলিয়া ভাটকে তার পরিবর্তে নেয়া হয়।
ককটেল:
সাইফ আলী খানের বিপরীতে প্রিয়াংকাকেই চেয়েছিলেন ককটেলের পরিচালক। এক্ষেত্রেও তিনি সময় দিতে না পারায় দীপিকা পাডূকোনকে কাস্ট করা হয়।
ইমমর্টালস:
২০১১ সালে হলিউডের এই ছবিতে ডাক পান প্রিয়াংকা। কিন্তু তিনি রাজি না হওয়ায় ফ্রিডা পিন্টোকে বেছে নেন পরিচালক।
হ্যাপি এন্ডিং:
২০১৪ সালে মুক্তি পাওয়া এই ছবিতে সাইফের বিপরীতে প্রিয়াংকাই ছিলেন পরিচালকের প্রথম পছন্দ। কিন্তু তিনি সময় দিতে না পারায় দ্বিতীয় পছন্দ ইলিয়ানা ডি’ক্রুজ সুযোগ পান হ্যাপি এন্ডিং ছবিতে।
হিরোইন:
মধুর ভাণ্ডারকরের এই ছবিতেও প্রথমে প্রিয়াংকাকে প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি সময় দিতে না পারায় পরে কারিনা কাপুরকে ছবির মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায়।
রোবট:
সুপারস্টার রজনীকান্তের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা ছিল প্রিয়াংকার। কিন্তু শিডিউল সমস্যার কারণে পরবর্তীকালে ঐশ্বর্য রাইকেই নেয়া হয়।
হ্যাপি নিউ ইয়ার:
বলিউড বাদশা শাহরুখ খানের নায়িকা হিসেবে প্রিয়াংকার কথাই ভেবেছিলেন পরিচালক। পরে অবশ্য এই চরিত্রে দীপিকাকে নেয়া হয়।
গজনি:
এই ছবিতে আমিরের বিপরীতে প্রথমে প্রিয়াংকার কথাই ভাবা হয়েছিল। কিন্তু এখানেও সময় জটিলতার কারণে তিনি অপারগতা জানালে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নায়িকা অসিনের বলিউড অভিষেক ঘটে।
কিক:
সালমান খানের সঙ্গে এই ছবিতে কাজ করার কথা ছিল প্রিয়াংকা চোপড়ার। পরে অবশ্য জ্যাকুলিনকেই সালমানের নায়িকা হিসেবে দেখা যায়।
রেস ২:
এ ছবিতেও থাকার কথা ছিল প্রিয়াংকারই। কিন্তু তিনি রাজি না হওয়ায় পরে দীপিকাকে নেয়া হয়।
সূত্র-এবিপি
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এফকে/জাই/টিএস