
ঢাকাঃ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী শহীদ ব্যক্তিত্ব প্রীতিলতা। তার জীবনের গল্প নিয়েই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন গোলাম রাব্বানী। আর চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা রাশিদ পলাশ। পূণ্য ফিল্মের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণ হবে বলে জানা যায় পরিচালক সূত্র থেকে। ফ্যাশন বিবি রাসেল আইকন এবার কসটিউম ডিজাইনার হিসেবে যুক্ত হয়েছেন ‘প্রীতিলতা’ চলচ্চিত্রে।
এখন মেয়েদের সাহস বৃদ্ধি করতে প্রটেকশন লাগে কেনো? কেনো তাদের মার্শাল আর্ট শিখতে হয় নিজেকে রক্ষার জন্য? তারা কি প্রীতিলতার নাম জানে না। তার সাহসের গল্প জানে না?
এই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে বিবি রাসেল বলেন, ‘এটা খুবই ভালো একটা কাজ হতে যাচ্ছে। আর আমি নিজেও চট্টগ্রামের মেয়ে। প্রীতিলতা সংগ্রামী নারীর প্রতিনিধিত্বকারি একটি চরিত্র। এ চলচ্চিত্রে কসটিউমের খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে।’
সাংবাদিক গোলাম রাব্বানী বলেন, ‘আমাদের এই বঙ্গ দেশের নারী সব সময়ই সাসহী ছিল। কিন্তু এখন মেয়েদের সাহস বৃদ্ধি করতে প্রটেকশন লাগে কেনো? কেনো তাদের মার্শাল আর্ট শিখতে হয় নিজেকে রক্ষার জন্য? তারা কি প্রীতিলতার নাম জানে না। তার সাহসের গল্প জানে না? আমরা প্রীতিলতার সাহসের গল্প বলতে চাই। তার দেশ প্রেমের কথা বলতে চাই। যে কারণে আমরা বলছি এটা একটা সাহসের গল্প।’
প্রীতিলতা তৎকালীন সমাজ ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের অধিকার, নিজ দেশের মানুষের অধিকারের জন্য যে আনন্দোলনে যুক্ত হয়েছিল এবং সেচ্ছায় প্রাণ দিয়েছে। আমি মূলত তার এই সাহসের প্রেমেই পড়েছিলাম। সেই প্রেমটা আমরা ভাইরাসের মত আরো সব মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই। প্রীতিলতা চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাবে আক্রমনের আগে একটি চিরকুট লিখেছিল তার কয়েকটি লাইন এরকম, ‘নারীরা আজ কঠোর সংকল্প নিয়েছে যে, আমার দেশের ভগিনীরা আজ নিজেকে দুর্বল মনে করিবেন না। সশস্ত্র ভারতীয় নারী সহস্র বিপদ ও বাধাকে চূর্ণ করিয়া এই বিদ্রোহ ও সশস্ত্র মুক্তি আন্দোলনে যোগদান করিবেন এবং তাহার জন্য নিজেকে তৈয়ার করিবেন। এই আশা লইয়া আজ আত্মদানে অগ্রসর হইলাম।’ এতেই তার আদর্শর জায়গাটা আন্দাজ করা যায় বলেও জানান তিনি।
আগামী সেপ্টম্বর নাগাদ চলচ্চিত্রটির শুটিং করার কথা রয়েছে। এ চলচ্চিত্রের অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। তবে অনেকের সঙ্গে প্রাথমিক কথা চলছে বলে জানান পরিচালক।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/এসজি