
দিনাজপুরঃ দিনাজপুরের ফুলবাড়ীতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হল ৮ম শ্রেণির ছাত্রী। এই ঘটনায় ধর্ষণের শিকার ঐ ছাত্রী বাদী হয়ে প্রেমিকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছে।
মামলার বাদী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার হরিবাসর পাড়ার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে প্রেম করে আসছিল পার্বতীপুর উপজেলার বালুপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে মাহাবুব (২৫)- এর সঙ্গে।
প্রেমের সূত্র ধরে তার সাথে দেখা করতে গত মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে আসে মেয়েটি। প্রেমিক মাহাবুব বেড়ানোর উছিলায় তাকে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরীতে নিয়ে গিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। ধর্ষিতা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতারক প্রেমিক।
এ সময় হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় থানায় খবর পৌঁছলে পুলিশ এসে ওই ধর্ষককে আটক করে। ঐদিন রাতেই ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের জন্য আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।
নিউজনেক্সটবিডিদটকম/এসকেএস