
ঢাকা: নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমি ও প্রেমি’ ছবির শ্যুটিংয়ের জন্য বান্দরবনে অবস্থান করছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সাথে ছিলেন হালের জনপ্রিয় নায়ক আরেফিন শুভ। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু ছবির সেটে নায়িকা ফারিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বান্দরবান থেকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয়। ফলে বন্ধ হয়ে যায় ছবিটির শ্যুটিংও!
দ্বিতীয় দিনের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ফারিয়া। বান্দরবানের স্থানীয় চিকিৎসকের পরামর্শে বিশ্রাম নিয়ে আবার শুরু করেন কাজ। কিন্তু কিছুতেই কর্মশক্তি পাচ্ছিলেন না তিনি। তাই পূর্ণ বিশ্রামের জন্য ঢাকায় চলে এসেছেন।
ছবির পরিচালক জাকির হোসেন রাজু জানান, ‘বেশ কিছু ছবিতে টানা কাজ করে ও আসলে খুব ক্লান্ত। ওর রক্তচাপও কমে এসেছিল। তাই চিকিৎসকের পরামর্শেই ফারিয়াকে ঢাকায় পাঠাতে হয়েছে। ওকে প্রয়োজনীয় ওষুধও দেয়া হয়েছে। আশা করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে ফারিয়া।’
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস