‘প্রেমী ও প্রেমী’র ট্রেলার প্রকাশ (ভিডিওসহ)

ডেস্ক: আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘প্রেমী ও প্রেমী’ ছবির অফিশিয়াল ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) জাজ মাল্টিমিডিয়ার ৩ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারটি মুক্তির পর বেশ দর্শকসাড়া দেখা গেছে।
সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। এতে প্রথমবারের মত জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শুভ-ফারিয়া। নির্মাতা জাকির হোসেন রাজু জানিয়েছেন, আসছে নতুন বছর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি ভালোবাসা দিবসে সারা দেশে মুক্তি পাবে।
ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান, আকাশ সেন(কলকাতা), জুবিন (কলকাতা)। সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ সেন।
উল্লেখ্য, সম্প্রতি যৌথ প্রযোজনার এ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ছাড়া এখানে আরো দেখা যাবে আমজাদ হোসেন, আমান রেজা, রেবেকা।
সম্পাদনা: জাবেদ চৌধুরী