Tuesday, August 30th, 2016
প্রেমের চাপে সিংহ, কন্যার সম্পত্তি নিয়ে বিবাদ
August 30th, 2016 at 9:45 am
প্রেমের চাপে সিংহ, কন্যার সম্পত্তি নিয়ে বিবাদ

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)

কোনো কাজের কারণে প্রচুর পরিশ্রম করতে হবে। আয় ও ব্যবসা বৃদ্ধির জন্য দিনটি ভালো। গঠনমূলক কোনো কাজে উন্নতির যোগ আছে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৩২

বৃষ: (২১ এপ্রিল-২১ মে)

একটু সাবধানে চলতে হবে। রক্তপাতের যোগ আছে। ভ্রমণের আলোচনা বন্ধ রাখুন। শরীরের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসায় অর্থব্যয় হতে পারে। জেদে কোনো ক্ষতির সম্ভাবনা। প্রেমের সম্পর্কে বিবাদের যোগ আছে। যাত্রাযোগ শুভ। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৩৭

মিথুন: (২২ মে-২১ জুন)

আমদানি- রপ্তানি ব্যবসায় লাভ হলেও পাওনা আদায়ে দেরি হবে। ভালো কাজে বাধা। সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা। মহাজন বা মূলধন দিয়েছে এমন ব্যক্তির সঙ্গে বিশেষ আলোচনা। প্রেমযোগ মঙ্গলময়। শুভ দিক দক্ষিণ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬৬

কর্কট: (২২ জুন-২২ জুলাই)

কাজে হেনস্থা হতে হবে। নিজের বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। কাজের ভুলের জন্য অপমান সইতে হতে পারে। গুরুজনদের কোনো কারণে আনন্দ বাড়বে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১৪

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)

আজ জটিল কোনো সমস্যায় পড়তে পারেন। সংসারে খুব একটা শান্তি থাকবে না। প্রেমের জন্য চাপ বাড়বে। শত্রু নিয়ে একটু চিন্তা করে চলাই ভালো। শুভ দিক পশ্চিম। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫৬

কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

কাজের জন্য বাইরে যেতে হতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। কর্মস্থানে শুভ পরিবর্তন আসবে। সংসার নিয়ে বিশেষ চিন্তা হতে পারে। মায়ের জন্য কষ্ট। প্রেমযোগ মিশ্র। শুভ দিক পশ্চিম। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪৬

তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

অযথা কোনো অপমান জুটতে পারে। অতিরিক্ত আয়ের চেষ্টা একটু সাবধানে করতে হবে। কাজের চাপের জন্য অপরের কোনো কথা রাখতে পারবেন না। প্রেমে আনন্দ বাড়বে। যাত্রাযোগ শুভ। শুভ রং: নীল শুভ সংখ্যা: ৫৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

পড়াশোনাতে ভীতি ভাব সাফল্যের ক্ষেত্রে বাধা হবে। ব্যবসার জন্য অনেক খরচ বাড়তে পারে। আয়ের দিক ভাল বলেই আশা করা যায়। প্রেমের সম্পর্কের ব্যাপারে বিবাদ বাড়তে পারে। ধর্ম চর্চায় আনন্দ লাভ করবেন।শুভ দিক দক্ষিণ। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩৩

ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বন্ধুর বিপদে পাশে থাকার জন্য মনে আনন্দ। দাম্পত্য জীবনে সুখের অনুভূতি বজায় থাকবে। ব্যবসার দিকে শুভ ফলের ইঙ্গিত। গুরুজন ব্যক্তির সঙ্গে মতের অমিল হলেও হতে পারে। সমাজে সুনাম বাড়বে। প্রেমযোগ শুভ। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬৯

মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

নতুন যোগাযোগের পক্ষে দিনটি খুব ভালো। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। চাকরির স্থানে ভাগ্যে উন্নতির যোগ আছে। বাবার শরীর নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে। প্রেমযোগে বাধা। যাত্রাযোগে কিঞ্চিত বাধা আছে। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬২

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বাড়িতে অনেক আত্মীয় নিয়ে আনন্দের যোগ আছে। বাড়ি সাজানোর জন্য কোনো ব্যয় বাড়তে পারে। চাকরির স্থানে উন্নতির যোগ বর্তমান। প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট বাড়বে। প্রেম নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে। যাত্রাযোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১১

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শত্রুর মাধ্যমে ক্ষতি হতে পারে। সন্তানের ব্যাপারে আর্থিক চাপ বাড়ার সম্ভাবনা। পেটের কোনো রোগ বাড়তে পারে। ব্যবসার জন্য স্থান পরিবর্তন করতে হবে। প্রেমের ব্যাপারে মনে আনন্দ থাকবে। শুভ দিক পশ্চিম। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২৩

জ্যোতিষী: রুবায়

গ্রন্থনা ও সম্পাদনা: ইয়াসিন


সর্বশেষ

আরও খবর

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা

পাশ্চাত্য মতে আজ আপনি কন্যা রাশির জাতক জাতিকা


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর

কর্কটের অর্থপ্রাপ্তি, মীনের কর্মস্থলে বসের সুনজর


ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের

ব্যবসায়ে ক্ষতি পুষিয়ে নেবে তুলা, স্বাস্থ্য ভালো যাবে কুম্ভের


যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের

যাত্রাপথে সতর্ক থাকুন সিংহ, সুখবরে দিনটি শুরু বৃষের


প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের

প্রেমে সাফল্যে পাবে সিংহ, কেনাকাটা শুভ বৃশ্চিকের


প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের

প্রিয়জন থেকে সুখবর পাবে মকর, তীর্থ ভ্রমণ শুভ মীনের


স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের

স্বাস্থ্য ভালো যাবে মিথুনের, অর্থভাগ্য শুভ মেষের