
সাভার: আশুলিয়ার জামগড়া এলাকায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে অপহরণকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ চার অপহরণকারীসহ ছয় জনকে আটক করেছে র্যাব। এ অভিযানে একটি পিস্তল, তিনটি গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার রাত পৌনে ৮টার দিকে জামগড়া মধ্যপাড়া প্রাইমারি স্কুলের পাশে আব্দুল সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আমানউল্লাহ নুর আমান (২৬) নামের এক যুবককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আমানের বাড়ি ঠাকুরগাঁওয়ের রানিশংকৈল উপজেলায়।
র্যাব-১০ এর কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন মাতাব্বর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, রাহুল (১৭), মনির হোসেন (২৮) ও আলমগীর হোসেন (১৬)। আটককৃত অপর দুই জন হচ্ছে, মহসিন (২৪), মারুফ হোসেন (২৩)। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের সবার হাত-পায়ে গুলি লেগেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
র্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর জানান, এক নারীর প্রেমের ফাঁদে পড়ে আমান সাভার থেকে আশুলিয়ার জামগড়ায় যান। সেখান তাঁকে অপহরণকারীদের কাছে তুলে দেন ওই নারী।
জাহাঙ্গীর হোসেন জানান, আমানকে আটকে রেখে স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
র্যাবের অধিনায়ক জানান, আমানের স্বজনরা বিষয়টা র্যাবকে জানালে মোবাইল ফোন ট্রাঙ্কিয়ের মাধ্যমে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবরে উপস্থিতি টের পেয়ে অপহরকারীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় চার অপহরণকারী গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ চার জনসহ ৬জনকে আটক করে র্যাব। এ সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
সম্পাদনা: জাবেদ চৌধুরী