Sunday, November 13th, 2016
প্রেমের বাঁধনে বাপ্পি-মাহির সঙ্গে তানিন সুবাহ
November 13th, 2016 at 4:13 pm
প্রেমের বাঁধনে বাপ্পি-মাহির সঙ্গে তানিন সুবাহ

ঢাকা: আগামী মাস থেকে শুরু হচ্ছে প্রেমের বাঁধন চলচ্চিত্রের শুটিং। ছবিটি পরিচালনা করবেন গাজী জাহাঙ্গীর। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় জুটি বাপ্পি ও মাহি। ছবিতে বাপ্পি-মাহি ছাড়াও আরো অভিনয় করছেন চিত্রনায়িকা তানিন সুবাহ, মিশা সওদাগর, আলী রাজ, কাজী হায়াৎ, ডি জে সোহেল, কাবিলা ও শিশু শিল্পী আবসি ও মাহি।

গত ১০ নভেম্বর বিএফডিসি’র ২নং ফ্লোরে অনুষ্ঠিত হয় ছবিটির মহরত।মহরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু,সোহানুর রহমান সোহান,বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোঃ মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম খসরু সহ আরো অনেকে।

premer-badhonগল্প সম্পর্কে পরিচালক গাজী জাহাঙ্গীর বলেন, পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটের উপর ভিক্তি করে সুষ্ঠ সৃজনশীল রোমান্টিক গল্পের ছবি ‘প্রেমের বাঁধন’।ইন্টারনেটে বিভিন্ন সোশ্যাল সাইটের মাধ্যমে তরুন সমাজ যেভাবে ভালোবাসার মিথ্যে প্রতারণার ফাধে পড়ে জীবন ধংস করছে, এটা যেন না হয়।প্রেমের বাঁধন’ ছবিটির মাধ্যমে এই বিষয়গুলো ফুটিয়ে তুলবো। আশা করি মানুষ হলে গিয়ে ছবিটি দেখবে এবং সবার ভালো লাগবে।

এ সম্পর্কে নায়িকা মাহি নিউজনেক্সটবিডি ডটকম’কে বলেন, আমার কাছে ছবিটির স্ক্রিপ্টের আগে ছবির গান শোনানো হয়। গান শুনে আমি এই ছবিতে কাজ করতে রাজি হয়ে যাই। স্ক্রিপ্টও অনেক ভালো।আশা করছি ভালো কিছু হবে।

বাপ্পি বলেন, আমি চেষ্টা করি সব সময় ভালো গল্পে কাজ করতে, গল্পটা ভালো, জাহাঙ্গীর ভাই অনেক অভিজ্ঞ একজন পরিচালক আশা করি কাজটা ভালো হবে।

premer-badhontanin
মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না এই সিনেমার আরেক নায়িকা তানিন সুবাহ।যদিও অনুষ্ঠান শুরুর আগে এসেছিলেন।সিলেটে অন্য এক ছবির শুটিং থাকায় অনুষ্ঠান শুরুর আগেই চলে যেতে হয় তানিন’কে।ফোনে তানিন সুবাহ জানান নির্মাতা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ।বাপ্পি-মাহির সঙ্গেও এটা আমার প্রথম কাজ।সত্যি বলতে আমি খুবই আনন্দিত এই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি।সবাই দোয়া করবেন যাতে ভালো করতে পারি এবং সিনেমাটি যাতে সফল হয়।

উল্লেখ্য, ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য করেছেন পরিচালক গাজী জাহাঙ্গীর নিজেই। ছবিটি প্রযোজনা করেছেন চিত্রবানি। সঙ্গীত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল ও ইমরান। গান গেয়েছেন কণ্ঠ শিল্পী ন্যান্সি, কনা, ইমরান, পরশি ও হৃদয় খান।

প্রতিবেদক: নাহিদ ন্যাস, সম্পাদনা: জাহিদ

 


সর্বশেষ

আরও খবর

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক

সিঙ্গাপুরে আইসিইউতে অভিনেতা ফারুক


জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে ধাপ্পার অভিযোগ ভারতীয় লেখকের!


নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”

নতুন মৌলিক গান “তুমি হারালে কোথায়?”


করোনায় আক্রান্ত তাহসান

করোনায় আক্রান্ত তাহসান


মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা

মুজিববর্র্ষে লন্ডনে জয় বাংলা ব্যান্ডের রঙ্গিন ভালবাসা


গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী

গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী


সপরিবারে কোয়ারেন্টাইনে দেব

সপরিবারে কোয়ারেন্টাইনে দেব


বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’

বিটিভিতে ম্যাগাজিন অনুষ্ঠান ‘বাংলার মুখ’


হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!

হুট করেই বিয়ে পরীমনির, ৫ মাসেই ভাঙল সংসার!


এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

এফডিসিতে ৫ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি