
মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
বাড়িতে ভাই ভাই বিবাদ বাধতে পারে। কোন বড় আশা পূর্ণ হতে পারে। মামলার জন্য বাড়তি খরচ হতে পারে। বাড়িতে নতুন কোন অতিথি আসতে পারে। বাড়িতে ভ্রমণের আলোচনা।
বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
বন্ধুদের জন্য বাড়তি খরচ হতে পারে। পাশের বাড়ির লোকের সাথে বিবাদ বৃদ্ধি। রাস্তায় বিপদে নতুন কোন লোকের সাহায্য পাবেন। পরিবেশের সাথে মানিয়ে চলবার চেষ্টা করুন।
মিথুন: (২২মে-২১ জুন)
প্রেমের জন্য কোন বিপদ বাড়তে পারে, সংসারে সন্দেহ থেকে অশান্তি বাড়তে পারে। নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে শরীরে চাপ বাড়তে পারে। কর্মচারীর সঙ্গে কোন আলোচনা।
কর্কট: (২২ জুন-২২ জুলাই)
শরীরে কোন গোপন রোগ বৃদ্ধি। ব্যবসার স্থানে শত্রুর থকে সাবধান। সামাজিক কোন প্রকারের বদনাম আসতে পারে। দূরে ভ্রমণের সুযোগ মিলতে পারে। সন্তানের জন্য কোন অশান্তি বৃদ্ধি।
সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)
বাতের যন্ত্রনাতে কষ্ট বাড়তে পারে। নিজে স্বাধীন ভাবে চলবার জন্য বাড়িতে বিবাদ। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি। খেলাধুলাতে সুনাম বাড়তে পারে। ব্যবসার জন্য বাড়তি টাকা বিনিয়োগ করতে পারেন।
কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
নতুন কোন কাজ শুরু করবার জন্য মনে আনন্দ। সংসারের জন্য নতুন কিছু ব্যবস্থা। ধর্ম নিয়ে কোন চিন্তা ভাবনা। ব্যবসার দিকে আকস্মিক বাধা। ভাল সুযোগ হাতছাড়া হতে পারে।
তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
উদ্বেগ বৃদ্ধি পাবার জন্য কাজের ক্ষতি। প্রেমের জন্য অস্থিরতা বাড়তে পারে। বাড়িতে কাজের চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে মনমালিন্য হতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা।
বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
সকালে ভাল কোন শুভ সংকেত পেতে পারেন। ব্যবসায় শান্তির সম্ভাবনা। সময়ের সঙ্গে চলুন। প্রেমের ব্যাপারে বিরক্ত ভাব। ফটকা আয়ের দিকে তাকাবেন না।
ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে, কোন কাজে অপমানিত হতে পারেন। বুদ্ধির ভুলে কোন কাজ হাতছাড়া হতে পারে, গঠনমূলক কাজে চিন্তা ভাবনা। আইনি সমস্যা বৃদ্ধি।
মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
শত্রুর ভয় বাড়তে পারে, শরীরের কোন অঙ্গের যন্ত্রনার জন্য কাজের ক্ষতি। পরের কোন উপকার করে বদনাম বাড়তে পারে। পিতার জন্য কোন চিন্তা বাড়তে পারে। যন্ত্র নিয়ে গণ্ডগোল।
কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ইচ্ছার প্রকাশ করতে না পেরে মনের কষ্ট বৃদ্ধি, ব্যবসার দিক থেকে কোন বিপদ আসতে পারে। প্রেমে আশাহত। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়িতে আলোচনা করুন।
মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কাজের স্থানে কোন গণ্ডগোল বাধতে পারে। শরীর ও মনের ক্লান্তির জন্য কিছু ভাল লাগবে না। দাঁতের কোন রোগ বাড়তে পারে। স্ত্রীর আবদার রাখতে হতে পারে। বাড়িতে কাজের লোকের সাথে বিবাদ।
প্রতিবেদন- বিধুনন জাঁ সিপাই, সম্পাদনা- সাইফুল ইসলাম