
ডেস্ক: শুধু উপমহাদেশেই নয়, গোটা বিশ্বে এখন পুরুষদের মধ্যে বাড়ছে প্রোস্টেট ক্যানসার সমস্যা। এই সমস্যায় আক্রান্ত হয়ে প্রতিবছর মৃত্যু হয় বহু মানুষের।
অথচ, এই রোগের বিরুদ্ধে এখনো সেভাবে চিকিৎসা বিজ্ঞানের তেমন প্রসার ঘটেনি। তবে, সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এই রোগ প্রতিরোধের একটি নতুন উপায়।
কী সেই উপায়?
আমেরিকার এক বিশ্ববিদ্যালয়ে গত একবছরে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত কয়েকজন রোগীর উপর একটি পরীক্ষা চালানো হয়। সেখানে তাদের সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন করে বিভিন্ন ধরনের বাদাম খেতে দেওয়া হতো। সঙ্গে থাকত সাধারণ খাবারও। বছর ঘুরতেই দেখা যায়, ওই রোগীদের সমস্যা অনেকটাই কমেছে। সেই সঙ্গে কমেছে তাদের মৃত্যুর সম্ভবনাও।
এই গবেষণার সঙ্গে থাকা চিকিৎসকদের দাবি প্রোস্টেটের সমস্যায় যারা ভুগছেন তাদের প্রত্যেকদিন প্রায় আধা কাপ করে বাদাম খাওয়া উচিত। বিশেষ করে চিনাবাদাম, কাঠবাদাম, কাজু ও পিস্তা এই রোগ উপশমে বিশেষভাবে কার্যকর বলে তারা জানিয়েছেন। সূত্র: জিনিউজ
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই