প্লট-ফ্ল্যাট দুটোই পাবেন এমপিরা

ঢাকা: জাতীয় সংসদের সদস্যরা প্লট ও ফ্ল্যাট দুটোই পাবেন। এমনটাই জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সোমবার জাতীয় সংসদে বাজেটে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আলোচনাকালে মন্ত্রী বলেন, যেসব সংসদ সদস্য জমি চাইছেন, ’তারা জমি না নিয়ে এই সুযোগ গ্রহণ করুন, অ্যাপার্টমেন্ট নিন।’ তার এই প্রস্তাবে ‘নো নো’ বলে সমস্বরে প্রতিবাদ করেন উপস্থিত সংসদ সদস্যরা। তারা প্লট দাবি করেন।
কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ রাখেন মন্ত্রী। পরে তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ’প্রায় দুই হাজার ২০০ একর জমির ওপর নতুন প্রকল্প গ্রহণ করা হবে। চাইলে সংসদ সদস্যরা ফ্ল্যাট–প্লট দুটোই নিতে পারবেন।’
নিউজনেক্সটবিডি ডটকম/এসকে/জাই