
হাসান জিহাদ, ঢাকা: দিনের ব্যস্ত সময়ে রাজধানীর মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে রিক্সা, ভ্যানের চলাচল মতো মানবচালিত যাত্রী বা মালবাহী যান চলাচল নিষিদ্ধ। যে কারণে ধামণ্ডির ভেতর থেকে সাইন্সল্যাব মোড়ের দিকে আসা রিক্সাগুলো দুই বা তিন নম্বর রোডের মুখে থামিয়ে দেয়া হয়। থামানোর দায়িত্বে থাকেন একজন আনসার সদস্য।
‘নিয়ম ভেঙে কোনো রিক্সা বা ভ্যান যেতে চাইলে তারও উপায় আছে’
নিয়ম ভেঙে কোনো রিক্সা বা ভ্যান যেতে চাইলে তারও উপায় আছে। দায়িত্বরত আনসারের হাতে কিছু গুজে দিলেই হয়। বৃহস্পতিবার এই দায়িত্বে নিয়োজিত ছিলেন মোরশেদ। তার মেজাজ বেশ চড়া বলে জানালেন নিউজনেক্সটবিডি ডটকম প্রতিবেদককে বহনকারি রিক্সাচালক মোহম্মদ হোসেন। তিনি বলেন, ‘টাকা না দিয়া যাওনের চ্যাষ্টা কইরলে হ্যায় রিক্সা উল্টাইয়া রাখে।’
এই প্রতিবেদককে হোসেন আরো বলেন, ‘আমি প্রায়ই এদিক দিয়া যাই। এমনে সময় পাঁচ, দশ টাকা দিলে যাইতে দেয়, কিন্তু এহন তো ঈদ আইতেছে, ২০ টাকার নিচে ছাড়বো না।’
নিউজনেক্সটবিডি ডটকম/এইচজে/এসকে/টিএস