ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

বাগেরহাট: ফকিরহাটের বৌলতলী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-রাজবাড়ী জেলা সদরের সুজিত দাস (৩৫) ও তার স্ত্রী সুমিতা দাস (২৭)।
বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল শেখ নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে সুজিত পিলজংগ গ্রামের শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে রাজবাড়ী যাচ্ছিলেন। পথে মহাসড়কের বৌলতলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই