
ঢাকা: সাবেক প্রতিমন্ত্রী সদ্য প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে রামপুরার বনশ্রীতে প্রয়াত নেতার বাসায় যান।
ফখরুল শোকার্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি তার সন্তানদের খোঁজ-খবর নেন। এসময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘তার মৃত্যুতে দল ও দেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’
তিনি জানান, রাতে ফজলুর রহমান পটলের মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। রোববার সকাল ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার জানাযা হবে এবং দলের তরফ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে।
বৃহস্পতিবার রাত ৯টায় কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুর রহমান পটল। বিএনপির গেল ও নতুন কমিটিতে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীতে স্থান পাওয়া সাবেক চারদলীয় জোট সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল বেশ কিছু দিন ধরে কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকাল ৯টায় বনশ্রী জামে মসজিদে প্রথম জানাজার পর সকাল ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাযা হবে।
এরপর সড়ক পথে মরহুমের কফিন নিয়ে যাওয়া হবে নাটোরে। জেলা শহর ও নিজ গ্রাম গৌরীপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে ফজলুর রহমান পটলকে দাফন করা হবে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/ওয়াইএ