ফজলুর রহমান পটলের দাফন সম্পন্ন

নাটোর: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ফজলুল রহমান পটলকে রোববার চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
রোববার বিকেলে লালপুর উপজেলায় তার গ্রামের বাড়ি গৌরীপুর হাইস্কুল মাঠে পঞ্চম ও শেষ জানাজা শেষে তাকে গৌরীপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এখানকার নামাজে জানাজায় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুল হক, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হারুনর রশিদ, পাবনার পুলিশ সুপার আলমগীর কবির, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু ও গোপালপুর পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম।
এর আগে দুপুর ১টা ১৫ মিনিটে বেসরকারি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ফজলুর রহমানের মরদেহ নাটোরের বাগাতিপাড়ায় পৌঁছে।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই