
ডেস্ক: বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর পরিচালক ফজলুল হক। এবার ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পেলেন চলচ্চিত্র পরিচালনায় আজিজুর রহমান এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মোস্তফা জব্বার।
ফজলুল হক ১৯৩০ সালে ২৬ মে বগুড়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালের ২৬ অক্টোবর প্রয়াত হন। বুধবার ছিল তার ২৬তম প্রয়াণবার্ষিকী। এই উপলক্ষে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে প্রতিবছরের মতো এবারও প্রদান করা হলো এই পুরস্কার’।
ফজলুল হকের সহধর্মিণী প্রখ্যাত কথাশিল্পী রাবেয়া খাতুনের উদ্যোগে ‘ফজলুল হক স্মৃতি কমিটি’ ২০০৪ সাল থেকে প্রতি বছরই দু’জন ব্যক্তিত্বকে এই পুরস্কার প্রদান করে আসছে।
সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার ও অর্থমূল্য তুলে দেয়া হয়। পুরস্কার প্রাপ্তদের হাতে এ পুরস্কার তুলে দেন-অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং অনুষ্ঠানের সভাপতি চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাহউদ্দিন জাকী।
এর আগে শহিদুল আলম সাচ্চু পরিচালিত ফজলুল হক স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘সম্মুখযাত্রী ফজলুল হক’-এর দেখানোর মধ্য দিয়ে শুরু হয় ফজলুল হক স্মৃতি পুরস্কারের ১৩তম আসর। অনুষ্ঠানে আহমাদ মাযহার সম্পাদিত ‘ফজলুল হক : অগ্রগামী স্বাপিুক’ শিরোনামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
সম্পাদনা: শিপন আলী