ফরাসি ওপেনের শিরোপা জোকোভিচের

প্যারিস: সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ প্রথমবারের মতো ফরাসি ওপেনের শিরোপা জয় করলেন।
রোববার প্যারিসে অনুষ্ঠিত ফরাসি ওপেনের ফাইনালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেকে ৩-৬, ৬-১, ৬-২, ৬-৪ সেটে পরাজিত করেন বর্তমান টেনিস র্যাংকিং এর এক নম্বর তারকা জোকোভিচ।
এরফলে প্রধান ৪টি গ্র্যান্ড স্লাম জয় করার সৌভাগ্য হলো তার। সূত্র: সিএনএন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে