ফরিদাবাদে ফেন্সিডিল-গাঁজাসহ গ্রেফতার ২

ঢাকা: পুরান ঢাকার ফরিদাবাদের আইজি গেট বস্তি এলাকা থেকে মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কবির ও মোঃ মনির। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর শ্যামপুর থানার ফরিদাবাদ আইজি গেট বস্তি এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্যামপুর থানায় মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/ওয়াইএ