Friday, June 2nd, 2023
ফলের অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী
August 17th, 2016 at 10:43 pm
ফলের অপেক্ষায় ১২ লাখ শিক্ষার্থী

ঢাকা:  ২০১৬ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে শিক্ষার্থীরা জিপিএ’র পাশাপাশি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন। ফলাফল জানতে অপেক্ষায় রয়েছেন ১০টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে সব শিক্ষাবোর্ড চেয়ারম্যান উপস্থিত থাকবেন। পরে দুপুর ১টায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপর দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা শুক্রবার থেকে জিপিএ’র পাশাপাশি কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তা জানতে পারবেন।

তিনি জানান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করে জিপিএ’র পাশাপাশি সব বিষয়ের নম্বর জানা যাবে। আর অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টে থাকবে মোট নম্বর। ওয়েবসাইটে ট্রান্সক্রিপ্টের মতো করেই সব বিষয়ের আলাদা নৈর্ব্যক্তিক ও লিখিত পরীক্ষার নম্বর ও জিপিএ থাকবে। ব্যবহারিক পরীক্ষার নম্বরও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেই জানা যাবে।

তবে ঢাকা বোর্ড কর্তৃপক্ষ এখনও নম্বর ‘লোড’ শেষ করতে পারেনি জানিয়ে মাহবুবুর বলেন, ‘অন্য বোর্ডের এত ঝামেলা নেই, তারা কাল (বৃহস্পতিবার) থেকেও নম্বর দিতে পারে। তবে বুধবার রাতে সব বোর্ড চেয়ারম্যানদের নিয়ে বসে বিষয়টি চূড়ান্ত করব।’ ঢাকা বোর্ডের নম্বর শুক্রবার থেকে জানানো যাবে- উল্লেখ করেন তিনি।

hsc-result

বরাবরের মতো এবারো ফল প্রত্যাশীরা মোবাইলফোন থেকে এসএমএস করে এবং নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বোর্ডের ওয়েবসাইট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন।

বরাবরের মতো এবারো ফল প্রত্যাশীরা মোবাইলফোন থেকে এসএমএস করে এবং নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বোর্ডের ওয়েবসাইট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন। ফলাফল জানতে-

এক. HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

দুই. আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

তিন. এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল জানিয়ে দেওয়া হবে।

চার. ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইটেও। দুপুর ২টার পর নিজ নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এবং শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব সাইটে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় জুন মাসে। এ বছর দেশের আটটি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন। অবশ্য পরীক্ষায় এর মধ্যে বেশ কিছু পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

প্রতিবেদন-ময়ূখ ইসলাম, সম্পাদনা-জাহিদুল ইসলাম


সর্বশেষ

আরও খবর

আগামী ২২ মে থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু

আগামী ২২ মে থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু


স্বাধীন বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অবদান

স্বাধীন বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার অবদান


বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী

বাল্যবিয়ে প্রতিরোধে শপথ নিলো দুই শতাধিক স্কুলছাত্রী


অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

অবকাঠামোর পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী


বানারীপাড়া উজিরপুরে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং ডিজিটালাইজেশন

বানারীপাড়া উজিরপুরে শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এবং ডিজিটালাইজেশন


এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা

এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা


ঢাকায় বিশ্বমানের শিশু লাইব্রেরি নির্মাণ করবে জাপান

ঢাকায় বিশ্বমানের শিশু লাইব্রেরি নির্মাণ করবে জাপান


স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘১৫তম ফার্মা উইক ২০২৩’ এর শুভ উদ্বোধন

স্টেট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘১৫তম ফার্মা উইক ২০২৩’ এর শুভ উদ্বোধন


ব্যাংকে পদোন্নতি পেতে নতুন পরিপত্র লাগবে ব্যাংকিং ডিপ্লোমা

ব্যাংকে পদোন্নতি পেতে নতুন পরিপত্র লাগবে ব্যাংকিং ডিপ্লোমা


জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত

জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত