
স্পোর্টস ডেস্ক: সেই ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মোট চারবার স্বপ্নভঙ্গের গল্পই লেখা হয়েছে। চারটি ফাইনালেই জয়ের খুব কাছে গিয়েও হাত থেকে ফসকে গিয়েছে শিরোপা। নিদাহাস ট্রফিতে দুটি দারুণ জয়ই প্রত্যাশার পারদ উঁচুতে তুলেছে টাইগাররা। এবার নতুন গল্প রচনা করতে মরিয়া সাকিব আল হাসানের দল। তবে রোববার কলম্বোতে টস ভাগ্য বাংলাদেশের সঙ্গে যায়নি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বাংলাদেশের সামনে এবার দারুণ এক অর্জনের সুযোগ। টেস্ট মর্যাদা পাওয়ার পর কখনও কোনো টুর্নামেন্টের ট্রফি জিততে পারেনি টাইগাররা। ভারতের বিপক্ষে তো পরিসংখ্যান আরও নাজুক।
এর আগে নকআউট ম্যাচে দুইবারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরমেটে এখন পর্যন্ত এই প্রতিপক্ষেল বিপক্ষে জেতেনি একটি ম্যাচও। সাকিব-মাহমুদউল্লাহরা আজ ফাইনালের মঞ্চে পারবেন কি সেই আক্ষেপ ঘুচাতে?
একাদশ :
বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট ও যুজবেন্দ্র চাহাল।
গ্রন্থনা ও সম্পাদনা: এম কে রায়হান