ফার্মগেটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর ফার্মগেটে সড়ক দুর্ঘটনায় নির্মল কুমার দাস (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনার পর তেজগাঁও থানা পুলিশের কনস্টেবল আব্দুল বাতেন ওই বৃদ্ধকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। পরে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই বাচ্চু মিয়া।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/টিএস