ঢাকা: বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির দুই মামলায় ফার্সি ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুন নবী চৌধুরীর জামিন বাতিল করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্ন (বিচারিক) আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া জামিন বাতিল করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান পরাগ। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
আদালত আদেশে বলেছে, আমরা হাইকোর্ট ডিভিশনের প্রতিটি বেঞ্চের মামলা শুনানির এখতিয়ার নির্দিষ্ট করে দিয়েছি। এছাড়া দুদকের মামলা শুনানি জন্য আলাদা বেঞ্চ গঠন করে দেয়া হয়েছে। কিন্তু এরপরও এই আসামির জামিন আবেদন দুদকের মামলার শুনানির জন্য গঠিত বেঞ্চে না গিয়ে অন্য বেঞ্চে থেকে জামিন নিয়েছেন। এই কারণে আসামির জামিন প্রশ্নে দেয়া হাইকোর্টে রুলও বাতিল করে দেয়া হলো।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ৫৫ কোটি ঋণ জালিয়াতির অভিযোগে ফার্সি ইন্টারন্যাশনাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফয়েজুন নবী চৌধুরীর বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বর গুলশান থানায় দুটি মামলা করে দুদক।
চলতি বছরের ২৮ মার্চ গুলশান থেকে চিরুনি অভিযানে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে বিশেষ টিম তাকে আটক করে। এরপর ২৯ মে হাইকোর্ট তাকে জামিন দিয়ে রুল জারি করেন। এরমধ্যে তিনি জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে যান। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে আবেদন করে। বৃহস্পতিবার আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে আসামিকে ৪৮ ঘণ্টার আত্মসমর্পণের নির্দেশ দেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এফএইচ/এমএস/এসজি