
ফালুজা: কথিত ইসলামিক স্টেট বা আইএস’র দখলে থাকা ইরাকের ফালুজা শহরের বেশিরভাগ এলাকা উদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী। ২০১৪ সাল থেকে নগরীটি আইএস’র দখলে ছিল।
তবে এখনো সেখানে কিছু লড়াই চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। কারণ শহরটির গুরুত্বপূর্ণ কিছু এলাকা এখনও আইএস’র দখলে রয়ে গেছে।
তারপরও শুক্রবারের অপারেশনের অগ্রগতিকে ‘ডে অব লিবারেশন’ বা স্বাধীনতার দিন বলে উল্লেখ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।
ইরাকি বাহিনীর একজন মুখপাত্র লে. জে. আবদুল আমীর আল শামারি বলেন, কয়েকঘণ্টার মধ্যে আইএস এর নিয়ন্ত্রণ পুরোপুরি ভেঙ্গে পড়বে। তিনি বলেন, শত্রুরা ভেঙ্গে পড়ছে। তারা যোদ্ধাদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। এখন পলায়নের পথে রয়েছে তারা।
বিশেষ বাহিনীর কমান্ডার হায়দার আল-ওবেদি জানিয়েছেন, ফালুজার ৮০ ভাগ এখন তার সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। ইরাক ও সিরিয়ায় অন্য যে কোন শহরের চেয়ে ফালুজাই সবচেয়ে বেশি সময় আইএস’র নিয়ন্ত্রণে রয়েছে।
শুক্রবার শহরটির মূল সরকারি ভবন কমপ্লেক্স এবং দক্ষিণ ও পূর্বাঞ্চল দখলে নেয় সরকারি বাহিনী। তাদেরকে বিমান হামলা দিয়ে আকাশপথে সহায়তা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশেষ বাহিনী। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই