
বাগদাদ: এক মাসের বেশি সময় ধরে লড়াই করার পর অবশেষে ইরাকি শহর ফালুজাকে জঙ্গিগোষ্ঠী আইএসের দখল থেকে পুরোপুরি মুক্ত করা গেছে বলে জানিয়েছেন ইরাকের জ্যেষ্ঠ একজন কমান্ডার।
রোববার ফালুজা অভিযানের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান লেঃ জেনারেল আব্দুল-ওয়াহাব-আল সাদি বার্তা সংস্থা এপিকে জানান, ইরাকি বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলের আল-জুলান উপকন্ঠে প্রবেশ করেছে। এটি আইএস নিয়ন্ত্রণাধীন ফালুজার শেষ এলাকা ছিল।
ইরাকি রাষ্ট্রীয় টিভিতে আল সাদি বলেন, আল-জুলানের কেন্দ্র থেকে ইরাকি জনগণকে অভিনন্দন জানাই। ফালুজা যুদ্ধ শেষ হয়েছে। এসময় তার চারপাশ থেকে সৈন্যদের আকাশে গুলি ছুঁড়ে এবং ইরাকি পতাকা হাতে উল্লাস করতে দেখা গেছে।
মে মাসের শেষ দিকে ফালুজা শহর থেকে আইএস বিতাড়নের অভিযান শুরু করে ইরাকি বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা এবং শিয়া আধা সামরিক বাহিনীর সহায়তায় ফালুজা মুক্ত করে তারা।
২০১৪ সালের জানুয়ারি মাসে ইরাকের আনবার প্রদেশের রাজধানী ফালুজা দখল করে আইএস। অবশ্য এখনও ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ কিছু এলাকা আইএসের দখলে রয়েছে। এদের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুল রয়েছে। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে