
ঢাকা: বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এবং ডেইলি স্টার পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক ও দুঃখ প্রকাশ করেন।
সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকতা জীবনে তার পেশায় রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সাংবাদিকতা জীবনে তিনি স্বাধীন সাংবাদিকতার উদ্দেশ্যকে সামনে রেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন কর্মনিষ্ঠ ও সজ্জন ব্যক্তি হিসেবে সবার নিকট অত্যন্ত সমাদৃত ছিলেন।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মুক্তমত প্রসারে তার ভূমিকার প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
বুধবার ভোর সোয়া ৬টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের বাসায় মারা যান ফাহিম মুনয়েম। তার বয়স হয়েছিল প্রায় ৬৩ বছর।
সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে ফাহিম মুনয়েম নিজেও সংবাদপত্রে কাজ করেছেন দীর্ঘদিন। সংবাদ, মর্নিং সান ও ইউএনবিতে কাজ করার পর তিনি ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেন।
ডেইলি স্টারে থাকা অবস্থাতেই ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান ফাহিম মুনয়েম। ওই দায়িত্ব শেষে আবার ফেরেন ডেইলি স্টারে।
২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় তিনি যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে। গত ছয় বছর তার নেতৃত্বেই সম্প্রচার চালিয়ে আসছিল টেলিভিশন চ্যানেলটি।
নিউজনেক্সটবিডি ডটকম/ওয়াইএ