
ঢাকা: আইসিসির বড় যেকোন টুর্নামেন্টে ভারত-পাকিস্তান একই গ্রুপে পড়বে এটা যেন ক্রিকেটের দেবীর পূর্ব লিখিত শর্ত। অন্তত দুই দেশের ক্রিকেট ভক্তরা এমনটাই বিশ্বাস করে আসছে এতোদিন। তবে সেই বিশ্বাস এবার ভাঙতে চললো, কারণ আইসিসির ‘পাতানো’ ড্রয়ের ফলেই বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয় বলে জানা গেছে।
২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ড্রয়ের পরও যখন দেখা গেলো একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। তখন চারদিকে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়। শেষপর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরও ফাঁস করে দেন আইসসির এই চুরি! তিনি বলেন, ইচ্ছা করেই না কি একই গ্রুপে ফেলা হয় ভারত-পাকিস্তানকে।
‘অনুরাগ ঠাকুরের পর আইসিসিও এই ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করতে বাধ্য হয়’
অনুরাগ ঠাকুরের পর আইসিসিও এই ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করতে বাধ্য হয়। বিশ্ব ক্রিকেট সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বিষয়টা স্বীকার করে জানান, তারা ইচ্ছা করেই ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে। ইচ্ছা করে এমন কাজ করাটাই ফিক্সিং, এই বিষয়টিও সরাসরি স্বীকার করে নেয় আইসিসি।
ডেভ রিচার্ডসন অবশ্য এর একটা কারণ জানিছেন, ‘আইসিসির এসব মেঘা ইভেন্টে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যেই ভারত-পাকিস্তানকে একই গ্রুপে ফেলা হয় ইচ্ছা করে।’ আগামী চ্যাম্পিয়ণ্স ট্রফিতে ইংল্যান্ডের এজবাস্টনে, ২০১৭ সালের ৪জুন মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস