
ঢাকা : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বাৎসরিক যে অনুদান প্রদান করে তার সঠিক ব্যবহার ব্যবহার হচ্ছে কি না এবং কিভাবে এই অর্থ খরচ করা হচ্ছে তা পর্যবেক্ষণ করার জন্য সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে। একই সঙ্গে আগামি তিন বছরের জন্য একটি পরিকল্পনাও প্রদান করবে তারা।
মঙ্গলবার ফিফার সিনিয়র ডেভেলপমন্টে ম্যানেজার মাইক ফিস্টারের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিকাল সাড়ে চারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখবেন। দলের অন্য সদস্যরা হলেন, ফিফার টেকনিক্যাল অফিসার ভিনসেন্ট সুব্রামানিয়াম, ডেভেলপমন্টে অফিসার সাজি প্রভাকরন এবং এএফসির ডেভেলপমন্টে ডিপার্টমেন্ট অফিসার নুরাইয়াম।
টানা তিনদিন বাফুফের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করবেন প্রতিনিধি দলরে সদস্যরা। বসবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গওে। পাঁচটি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধির সঙ্গেও মিটিং আছে এই প্রতিনিধি দলের। লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গেই একটি সেশনে মিটিং করবেন তারা। এরপর ৫ নভেম্বর ঢাকা ত্যাগ করবে দলটি।
প্রতিবেদক: কবিরুিল ইসলাম, সম্পাদনা: ফারহানা করিম