
ঢাকা: দীর্ঘ বিরতির পর আবার দর্শকদের সামনে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছেন ক্লোজআপ ওয়ান তারকা রুমি। ‘মুসাফির’ নামের নতুন অ্যালবামটি তিনটি গানে সাজানো।
অ্যালবামে গান লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত করেছেন রেজওয়ান, জিয়াউদ্দিন আলম ও রাব্বি। এর মধ্যে ‘মুসাফির’ গানটির মিউজিক ভিডিও তৈরি হবে খুব শিগগিরই- জানালেন রুমি। ঈদুল ফিতরে সিএমভির ব্যানারে অ্যালবাম ও মিউজিক ভিডিও- দুটিই একসঙ্গে বাজারে আসার কথা রয়েছে।
নতুন অ্যালবাম নিয়ে রুমি বলেন, ‘দীর্ঘদিন পর একক অ্যালবাম নিয়ে আসছি। অনেক উত্তেজনা কাজ করছে মনে। সময়ের সঙ্গে শ্রোতারা বদেলেছেন, তাদের রুচিরও পরিবর্তন এসেছে। সেইদিক বিবেচনা করেই গান তৈরি করেছি। আশা করি সবার ভালো লাগবে।’
উল্লেখ ২০০৮ সালে রুমির সর্বশেষ একক অ্যালবাম ‘তারছেঁড়া’ মুক্তি পায়। এরপর ২০১১ সালে প্রিন্স মাহমুদের মিশ্র অ্যালবাম নির্ববাচিতা’য় ‘ভালো বাসে না’ শিরোনামে একটি গান করেছিলেন তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/এএ